৪৫তম বিসিএস পরীক্ষা : সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলি
- ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে আরো ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
ক. হাউস অব কমন্স
খ. সিনেট
গ. রাজ্যসভা
ঘ. হাউস অব লর্ডস
উত্তর: ঘ. হাউস অব লর্ডস।
২. শ্রীলঙ্কার মুদ্রার নাম কী?
ক. ডলার
খ. পাউন্ড
গ. রুপী
ঘ. টাকা
উত্তর: গ. রুপী।
৩. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. মেঘনা
ঘ. সিন্ধু
উত্তর: খ. ইয়াংসিকিয়াং।
৪. আলবেনিয়ার রাজধানীর নাম কী?
ক. তিরানা
খ. প্রাগ
গ. বুদাপেস্ট
ঘ. এথেন্স
উত্তর: ক. তিরানা।
৫. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. লোহা
খ. কার্পাস
গ. কাগজ
ঘ. বিমান
উত্তর: গ. কাগজ।
৬. ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. কায়রো
খ. সিউল
গ. আম্মান
ঘ. তেহরান
উত্তর: ক. কায়রো।